হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন পাঠ কর। আল্লাহতায়ালা সেই অন্তরকে শাস্তি দেবেন না, যে অন্তর কোরআন ধারণ করেছে। কোরআন হলো আল্লাহতায়ালার দস্তরখান, যে ব্যক্তি তাতে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো এবং যে কোরআনকে প্রাধান্য দিলো তার জন্য রয়েছে সুসংবাদ। ’
-সুনানে দারেমি